• শিরোনাম

    কিশোরগঞ্জে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

    নিজস্ব সংবাদদাতা মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

    কিশোরগঞ্জে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

    apps

    কিশোরগঞ্জে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে বিজ্ঞান উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ ওয়াহিদুল ইসলাম। সদর উপজেলা প্রশাসন এ বিজ্ঞান আয়োজন করে।

    উদ্বোধনের আগে বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ ওয়াহিদুল ইসলাম মেলায় অংশগ্রহণকারীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। মেলায় সদর উপজেলার মোট ২৪টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করছে।

    উদ্বোধন শেষে মেলার স্টলগুলো পরিদর্শনকালে অতিথিবৃন্দ বিজ্ঞান বিষয়ে ছাত্র-ছাত্রীদেরকে উদ্ভাবনী মূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরো নিত্য নতুন উদ্ভাবনী কার্যক্রমে জড়িত থাকার জন্য উৎসাহ প্রদান করেন।

    বাংলাদেশ সময়: ৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ