মোঃ আকরাম হোসেন,( ইটনা, কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের ইটনা পুরাতন বাজারে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়কতি হয়েছে। বাজারের ৪/৫টি ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। সোমবার সকাল ৮ টায় ইটনা পুরান বাজারের স্বর্ণের গলিতে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে, এতে ৪/৫টি দোকান একেবারে পুরে যায়। আগুন লাগার পর ফায়ার সর্ভিসে খবর দেয়া হয়, সাথে দোকানের মালা মাল সরানো ও নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী উপস্থিতিতে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে, পরে ফায়র সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার নাসিমা আক্তার জানান, আগুনের সুত্রপাত হয় একটি লেপের বা তুলার দোকান থেকে , আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।