
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, নড়াইল : | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কালিয়ায় জাতীয় যুব দিবস-২৩ উপলক্ষে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কালিয়ার আয়োজনে সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম। এ সময় সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলি পারভিন ও ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার কাজী রফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় র্যালি ও উদ্যোক্তাদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।