• শিরোনাম

    কাজে ফিরেছেন বুড়িমারি স্থল বন্দরের শ্রমিকরা

    সাধন রায় লালমনিরহাট প্রতিনিধি: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

    কাজে ফিরেছেন বুড়িমারি স্থল বন্দরের শ্রমিকরা

    apps

    ছয় দিন কর্মবিরতির পর বুধবার (২০ সপ্টেম্বর) দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকরা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাদের কাজে যোগদানের আহ্বান জানানোর পর শ্রমিকরা কাজে যোগ দেন। এর আগে প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে বুড়িমারী স্থলবন্দর অফিস হলরুমে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।

    এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বুড়িমারী স্থলবন্দরে একসঙ্গে প্রচুর সংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল করতে শুরু করেছে। ফলে দেশের অন্যতম স্থলবন্দরটির সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ও যাত্রী চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এ স্থলবন্দরে প্রায় ৫০০ ট্রাকের পণ্য আনলোড করতে হবে শ্রমিকদের। তালিকাভুক্ত ২৩০০ লোড-আনলোড শ্রমিকের সঙ্গে বর্তমানে সহস্রাধিক অস্থায়ী শ্রমিক ট্রাকগুলো থেকে পণ্য লোড-আনলোডের কাজ করছেন।

    বুড়িমারী স্থল বন্দর শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আশ্বাসে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

    তিনি আরও জানান, আমরা স্থলবন্দরে কোনো শ্রমিক সরদারকে দেখতে চাই না। আমরা সরাসরি লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের কাছ থেকে কাজের মজুরি পেতে চাই।

    বুড়িমারী স্থলবন্দরে আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বন্দরে গত ছয়দিন ধরে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল। নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে এসে শ্রমিক অসন্তোষ সমস্যার সমাধান করেন। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় পণ্য লোড-আনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

    বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ছয়দিন পর পণ্যবাহী ট্রাক চলাচল করায় রাস্তায় যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সিকিউরিগার্ড সদস্যরা। আগামী দুই দিনের মধ্যে ট্রাকের পণ্য খালাস করতে পারবেন শ্রমিকরা। জেলা প্রশাসনের ৫ সদস্য তদন্ত কমিটি শ্রমিক অসন্তোষের ঘটনা তদন্ত করছে। নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করবে।

    বাংলাদেশ সময়: ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ