• শিরোনাম

    ঐতিহ্যবাহী বাংলা স্কুলে বিদায়, বরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

    ঐতিহ্যবাহী বাংলা স্কুলে বিদায়, বরন ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

    apps

    দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে দেশ এগিয়ে চলছে। তোমাদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে এবং সর্বক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশোনা করতে হবে।

    ১২ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক দোয়া এবং মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াহেদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গা, সুবর্না দাস, রিয়াজ উদ্দিন ও প্রাক্তন শিক্ষক মোঃ খায়রুল আনাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ইমন ইসলাম ও ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম। মিলাদ মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওঃ ওবায়দুল্লাহ।

    অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্র্থী ৫০ জন এবং নবীন শিক্ষার্থী ৬০ জন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয় ঘটলে শিক্ষার্থীদের কাছে ভালো ফলাফল আশা করা যায়। আমার বিশ্বাস শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুলের ঐতিহ্য ফিরে পাবে।

    বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ