• শিরোনাম

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নরসিংদী-৩ (শিবপুর) হতে মনোনীত প্রার্থী মোঃ ফজলে রাব্বী খান

    খন্দকার আমির হোসেন: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নরসিংদী-৩ (শিবপুর) হতে মনোনীত প্রার্থী মোঃ ফজলে রাব্বী খান

    apps

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নরসিংদী-৩ (শিবপুর) হতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বী খান এর মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে ৩০ নভেম্বর বৃহস্পতিবার শিবপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুহসীন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল এর সঞ্চালণায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শিবপুরের নৌকা মার্কা মনোনীত প্রার্থী মোঃ ফজলে রাব্বি খান, শহীদ রবিউল আউয়াল খান কিরন সাহেবের সহধর্মিনী প্রার্থীর মা,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভূলু মাস্টার,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,আমির হোসেন,যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ খান তাপস,শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, জেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক নীপুন খান, আইয়ুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী প্রমূখ।

    আলোচনা শেষে দোয়া মাহফিলে শিবপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আব্দুল কাইয়ুম মোনাজাত পরিচালনা করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমিনুর রশীদ খান তাপসকে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব মহোদয়ের কার্যালয়ে গিয়ে মোঃ ফজলে রাব্বি খান মনোনয়ন পত্র জমা দেন।

    বাংলাদেশ সময়: ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ