• শিরোনাম

    অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশল ৩১৫ এ-৩ এর উদ্যোগে ব্যাপক ত্রান সামগ্রী বিতরন :

    নিজস্ব প্রতিবেদক: রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

    অক্টোবর  সার্ভিস মাস  উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশল ৩১৫ এ-৩  এর উদ্যোগে ব্যাপক ত্রান সামগ্রী  বিতরন :

    apps

    লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল পৃথিবীর মধ্যে অন্যতম সেবাদানকারী সংগঠন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। চক্ষু সেবার পাশাপাশি এই সংগঠন যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য ত্রান সামগ্রী বিতরন করে থাকে। যমুনা নদীর তীর ঘেষে অবস্থিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা। চারদিক নদী বেষ্টিত এই উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, সাইক্লোন, নদী ভাংগন এগুলো যেন নিত্যসঙ্গী। অক্টোবর ১২-১৪, ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার থেকে শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও ময়মনসিংহ এ বন্যাকবলিত অসহায় একহাজার পরিবারের প্রায় পাঁচ হাজার সদস্যদের মাঝে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইমারজেন্সি গ্রান্ট (EMR23182/315A3), জেলা ৩১৫এ৩ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ত্রান বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ৩ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন ফারহানা বকস, সদ্য প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন লায়ন এস কে কামরুল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, লায়ন মোঃ শামসুল আলম পিএমজেএফ, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ও গ্রান্ট এডমিনিস্ট্রেটর, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ বেলাল হোসেন এমজেএফ, লায়ন রাখাল চন্দ্র সরকার, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লিও-লায়ন আবু হাসান মোঃ ফয়সাল, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোঃ ইমরান আজমির, জোন চেয়ারপার্সন (ক্লাবস) ও লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সহ 70 জন লায়ন সদস্য , লিও এবং বিশিষ্ট অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৩:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ