
মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে গাছের থাক্কায় ২ কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খামারপাড়া-শ্রীকোল সড়কের বারইপাড়া বটতলা মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলার দরিবিলা গ্রামের আজম মিয়ার ছেলে লাবিব (১৩) এবং খামারপাড়া গ্রামের লিমনের ছেলে অনিক (১৪)।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দরিবিলা থেকে খামারপাড়া যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় লাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।