মামুনুর রশীদ, লক্ষীপুর জেলা প্রতিনিধি | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। নিহত তোফায়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি (শুক্রবার) সকালে পারিবারিক বিষয় নিয়ে নিহত তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে আবারও সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নিহতের পরিবার এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।