মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, অভিযানে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো: সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০), মো: সিয়াম (৩২) এবং মো: শাহিন (৩২)। সাইদুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (নিউ কলোনি, আসাম কলোনি) এলাকার মো: আব্দুর রশিদ সরকারের ছেলে; হানিফ মতিহার থানার ডাঁশমারি এলাকার মো: নুরুল ইসলামের ছেলে: সিয়াম রাজপাড়া থানার পুলিশ লাইন্স সংলগ্ন কেশবপুর গ্রামের মো: নিলুর ছেলে; শাহিন মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মৃত গোলাম পঞ্জাতনের ছেলে। সকলেই রাজশাহী মহানগরের বাসিন্দা।
তথ্য সুত্রে জানা যায়,গত শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কবিরের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী সাইদুল ও হানিফকে আটক করা হয়। আটককালে সাইদুলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, হানিফ সাইদুলের সহকারী হিসেবে মাদক কারবারে সম্পৃক্ত ছিলেন। গ্রেপ্তারকৃত সাইদুলের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, একই দিনে রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো: আরিফুর রহমান, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের অপর একটি টিম সিএন্ডবি মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী সিয়ামকে আটক করা হয় এবং অপর আসামি আকাশ ওরফে বার্মা কৌশলে পালিয়ে যায়। সিয়ামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে।
এছাড়া, একই দিনে রাত সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে আরও একটি টিম মতিহার থানার ফুলতলা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মতিহার থানার চর শ্যামপুর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় শাহিনকে আটক করা হয় এবং অপর আসামি মোছাঃ রেখা কৌশলে পালিয়ে যায়।
শাহিনের দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৬০ টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং একটি কাঁচি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।