• শিরোনাম

    প্রতি বছরের ন্যায় এবার আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    লালমনিরহাট প্রতিনিধি: রবিবার, ১৭ মার্চ ২০২৪

    প্রতি বছরের ন্যায় এবার আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    apps

    লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় আলুর বাম্পার ফলন ফলেছে এই নিয়ে কৃষক মুখে হাসি।

    সুত্র যানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা জানায়। তবে আগাম জাতের আলু বর্তমানে ২৫-৩০ টাকা দরে প্রতি কেজি আলুর দাম চলছে।

    জেলার মানুষের চাহিদার বেশী ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা বলেছেন এ জেলার দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তারা। যদি আবাদি আলুর বাজার দর ঠিক থাকাসহ বিদেশে আলু রপ্তানি করা যায় তাহলে এখানকার কৃষকগণ তামাক চাষ না করে আর্থিকভাবে আলু চাষে লাভবান হয়ে ওঠবেন।লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার প্রায় সবগুলো গ্রামের কৃষক-কৃষাণী আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন।

    আলু চাষীরা বলেন, বাজারে আগাম আলুর দাম ভালো পাওয়ার আশায় কেউ কেউ কোল্ডষ্টোরেজ করা প্রস্তুতি নিলেও গেলো বারের চেয়ে বস্তা প্রতি প্রায় ৪০টাকা বেশী ভাড়া হওয়ায় অনেকটাই হতাশা ব্যক্ত করছেন। অপরদিকে বর্তমানে আলুর মৌসুম থাকা সত্বেও বাজারে খুচরা বিক্রেতারা কিনছেন ৩০-৪০ টাকা প্রতি কেজি আলু।

    একাধিক আলু চাষিরা জানান, প্রতি বছরের ন্যায় এবার আলুর বাম্পার ফলন ফলেছে এবং দামও আমরা গত বছরের ন্যায় এবার দিগুন পেয়েছে।

    আলু চাষি একরামুল হক জানান, আমরা এবার অনেক দামে আলু বিক্রি করেছি, আমি এক একর জমি তে আলু চাষ করেছি, প্রতিবারের ন্যায় এবার ভালো ফলন ফলেছে দাম ও দিগুন পেয়েছি, এবং অন্যনো ফসলের চেয়ে আলু লাভ বেশি, আলু তুলে আমরা ধান চাষ করতে ও পারি ধান ভালো ফলন ফলবে আমরা আশা বাদি।

    লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাফায়েত হোসেন জানান, আলু অত্যন্ত লাভজনক ফসল। খরচ কম লাভ বেশি, প্রতি বছরের ন্যায় এবার জেলায় আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এ চছরে লালমনিরহাট জেলায় ৭ হাজার অধিক হেক্টর জমিতে আলু চাষ অর্জিত হয়েছে। তবে বর্তমান বাজার মূল্য ভালো আছে।

    বাংলাদেশ সময়: ৮:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ