
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশে স্ত্রীর সঙ্গে অভিমান করে শাহজাহান (৩০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ মার্চ) ভোরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে।
নিহত শাহজাহান ঘোড়াশাল পৌরসভার পলাশ বাজার এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে এবং একই বাজারের ব্যবসায়ী।
চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।
স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। দাম্পত্য জীবনে তাদের হোসেন নামে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ইতিপূর্বে সুকন্যা সংসারে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে গেলেও পরে আবারও তারা একসঙ্গে সংসার জীবন শুরু করে।
সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এ সময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে শাহজাহানকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হলে তার মৃতদেহ উদ্ধার করে।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।