বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ১৯ জন, ২০ লিটার চোলাইমদ উদ্ধার

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ১৯ জন, ২০ লিটার চোলাইমদ উদ্ধার

গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একটি বিশেষ অভিযানে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

আজ (০৮ আগস্ট) শুক্রবার জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে রায়পুরা থানা পুলিশের একটি দল রায়পুরা পৌরসভাস্থ হাসিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের শিবু রবি দাস (৪৭) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর গ্রামের ফরিদ মিয়া (৫৪)।

এই সফল অভিযান প্রসঙ্গে নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, মাদক সমাজের একটি বড় ব্যাধি। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই অভিযান আরও জোরদার করব। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ জয় করতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ দমনে আমরা সর্বদা সচেষ্ট। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins