
বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার দুপুরে জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের রায়পাড়া মন্দির প্রঙ্গনে এ গাভী বিতরণ করা হয়।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম আলী বিশ্বাস, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, বারুইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি সাদেক আলী বিশ্বাস, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। এ সময়ে অতিথবৃন্দ ৬ জন দুঃস্থ নারীর মাঝে ছয়টি গাভী গরু বিতরণ করেন।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।