শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীতে এক কলেজছাত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার অভিযোগে এ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে নরসিংদী সরকারি মহিলা কলেজের ওই ছাত্রীকে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রউফ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই জেলা পুলিশের নির্দেশনায় নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিপন (২৭), পিতা আবুল হোসেন;
আবুল হোসেন (৬৭), পিতা মৃত সুলতান উদ্দিন; আবুল কাশেম মিয়া (৬০), পিতা মৃত সুলতান মিয়া।
তাদের সবার বাড়ি বদরপুর এলাকায়, থানা ও জেলা নরসিংদী।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৫:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।