সোমবার ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

​কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে সততা, আন্তরিকতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে গত ডিসেম্বর-২০২৫ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন পুলিশ সুপার। ভালো কাজের এই স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​পরবর্তীতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে আগামী দিনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মামলার তদন্ত নিষ্পত্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

​উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins