রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে জাহিদুল হত্যা: প্রধান আসামি রাজন ও তার স্ত্রী কুষ্টিয়ায় গ্রেফতার

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে জাহিদুল হত্যা: প্রধান আসামি রাজন ও তার স্ত্রী কুষ্টিয়ায় গ্রেফতার

নরসিংদী নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল ভাদালিয়া এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে র‍্যাব-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ১ নম্বর আসামি মো. রাজন (৩৭) এবং ২ নম্বর আসামি তার স্ত্রী জারাকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের স্থায়ী ঠিকানা নরসিংদীর মাধবদী থানার নওপাড়া এলাকায়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে পলাশ উপজেলার গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলামকে ডেকে নেয় আসামিরা। রাত সোয়া আটটার দিকে মাধবদী থানার নওপাড়া এলাকার ইদ্রিস মেম্বারের মিলের সামনে পৌঁছালে আসামিরা জাহিদুলকে প্রাইভেটকার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে ১ নম্বর আসামি রাজন তার হাতে থাকা ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করেন।

​গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

​র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদীর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

​উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত র‍্যাব-১১ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলায় ১৯৩ জন এবং অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে সহস্রাধিক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।

Facebook Comments Box

Posted ১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins