শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী সদর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) নরসিংদী সদর উপজেলার ‘অমৃতসাগর’ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। তিনি সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে উন্মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত উপজেলা নির্বাচন অফিসার আবদুল্লাহ আল-নোমান নির্বাচনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বশির আহমেদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কুবরা।
সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার মানোন্নয়ন ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
Posted ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।