শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
যথাযথ কাগজপত্র না থাকা ও কৃষিজমির মাটি ব্যবহার করার দায়ে নরসিংদীর মনোহরদী উপজেলায় ৭টি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল এবং কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করছিল।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটার মালিকরা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার অঙ্গীকারনামা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Posted ৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।