শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
রাজধানীর গেন্ডারিয়ায় এক পুলিশ কর্মকর্তার বাসায় দিনের আলোয় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮৫ হাজার টাকা এবং আনুমানিক সাড়ে ৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে। ভুক্তভোগী হারুন অর রশিদ পুলিশের সিটি এসবি-তে (সূত্রাপুর জোন) ঢাকায় কর্মরত আছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্ডারিয়া থানার অন্তর্গত ৩২/২ শাখারীনগর লেন, গোলাপ মসজিদ ঢালকানগর এলাকার ‘হাজী মোশাররফ হোসেন ভিলা’র তৃতীয় তলার একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করেন হারুন অর রশিদ। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যবর্তী কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। এ সময় বাসায় কেউ ছিল না।

চোরচক্র ফ্ল্যাটের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরের আলমারির তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা, আনুমানিক সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা) এবং একটি (Oppo) মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
বিকেল ৫টার দিকে বাসায় ফিরে কক্ষের আসবাবপত্র ও আলমারি তছনছ অবস্থায় দেখে বাসার মালিক সবুজ মিয়া ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভুক্তভোগী এএসআই হারুন অর রশিদ জানান, চুরির ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। বর্তমানে গেন্ডারিয়া থানায় এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।