শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক, প্রিভেন্টিভ ও পরোয়ানাভুক্তসহ মোট ৪৭ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৬৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মঙ্গলবার চেকপোস্ট ডিউটির সময় চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ফাঁকা জায়গা থেকে ০৭টি বড় গরু ও ০৪টি বাছুরসহ সবুজ মিয়া (৪০), পিতা—মৃত আকবর আলী, সাং—অরন্যপাশা, থানা—নান্দাইল, জেলা—ময়মনসিংহকে চোরাই গরু সন্দেহে স্থানীয়দের সহায়তায় আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।