
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম সোহান মিয়া (১২)। সে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার রতন মিয়ার ছেলে। স্থানীয় বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
জানা গেছে, এরইমধ্যে এ হত্যাকাণ্ডের ব্যাপারে জড়িত থাকার অভিযোগে একই এলাকার দুলাল মিয়া (৫০) নামে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। দুলাল একই এলাকার মৃত. আবদুল আজিজ মিয়ার ছেলে।
নিহত কিশোরের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের গ্রামের নানাবাড়ি থেকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ফিরছিল সোহান। এ সময় বাড়ির কাছের সড়কে এলে দুলাল মিয়া তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই কিশোরের লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেন। নিহতের লাশ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৮:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।