• শিরোনাম

    পটুয়াখালী নিজামপুর কোস্টগার্ডে অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা, পীতাম্বরী এবং হাঙ্গর মাছ জব্দ

    মোঃআল আমিন শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

    পটুয়াখালী নিজামপুর কোস্টগার্ডে অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা, পীতাম্বরী এবং হাঙ্গর মাছ জব্দ

    apps

    গত ২৫ এপ্রিল ২০২৪ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬১৫ ঘটিকায় গোপন সংবাদ ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কোন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন, এর নেতৃত্বে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলাধীন শিব বাড়িয়া নদীর জননী বরফ কল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে একটি কাঠের ট্রলিং বোট (এমভি মা জননী-৫)আটক করা হয়।

    এ সময় কলাপাড়া উপজেলা মৎস্য প্রতিনিধি মোঃ মহসিন রেজা ও রেঞ্জ অফিসার বন বিভাগ নিজামপুর, আবুল কালাম আজাদের উপস্থিতিতে উক্ত ভোট তল্লাশি করে। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ নিষিদ্ধ ২০০০কেজি শাপলা পাতা মাছ, ৩০০কেজি পীতাম্বরী মাছ ও ৪০ কেজি হাঙ্গর জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ মাছের বাজার মূল্য ৫৮,৫০,০০০/০০ (আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) পরবর্তীতে কাঠের ট্রলিং বোটে থাকা বৈধ মাছ সহ বোটটি মুচলেখা নিয়ে মৎস্য প্রতিনিধি কর্তৃক ছেরে দেওয়া হয়। এবং জব্দকৃত নিষিদ্ধ শাপলা পাতা, হাঙ্গর ও প্রীতাম্মবুরী মাছ বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

    এ বিষয়ে কোনটিজেন্ট কমান্ডার আবূ রাশেদ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৯:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ