শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলার অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশনায় আজ বুধবার (২৯ অক্টোবর) নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মদনপুর রোডে টহল ডিউটিকালে অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে ৪ জন চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নরসিংদী থেকে মদনপুর রোড পর্যন্ত, ৫ নম্বর ব্রিজ থেকে ৬ নম্বর ব্রিজ পর্যন্ত চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল এবং নজরদারি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পুলিশ টিম নিয়মিত ডিউটিতে থাকছে এবং সন্দেহজনক কার্যকলাপে দ্রুত অভিযান চালানো হচ্ছে।
Posted ৯:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।