• শিরোনাম

    বারি উদ্ভাবিত সবজির জাত ও প্রযুক্তির প্রদর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    রাহিমা আক্তার রিতা বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

    বারি উদ্ভাবিত সবজির জাত ও প্রযুক্তির প্রদর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    apps

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ এর আয়োজনে (০৭ মার্চ ২০২৪ খ্রি.) বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে বারি কর্তৃক উদ্ভাবিত সবজির জাত ও প্রযুক্তির প্রদর্শন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মো. সাহাব উদ্দিন, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা। ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/ কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. এ কে এম কামরুজ্জামান।

    বাংলাদেশ সময়: ৬:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ