• শিরোনাম

    কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

    কুষ্টিয়া প্রতিনিধি শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

    কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

    apps
    কুষ্টিয়ার মিরপুরে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।
    শনিবার সকালে স্থানীয় ফুটবল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সুলতানপুর  কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা শওকত ইমরান।
    এ সময়ে তিনি বলেন কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তাঁরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
    নামাজে পৌর মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুফতি ফারুক হোসেন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারসহ বিভিন্ন বয়সের শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৮:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ