• শিরোনাম

    ফেনীর দাগনভুঞায় রাতের আঁধারে কৃষকের মাটিলুট

    মোহাম্মদ ইসমাইল, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

    ফেনীর দাগনভুঞায় রাতের আঁধারে কৃষকের মাটিলুট

    apps
    ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬নং সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুরে মধ্যরাতে এক কৃষকের ফসলী জমির মাটিলুট করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি ইউপি সদস্য জসীম উদ্দীনের লোকজন রাতের আঁধারে মাটিলুট করেছে তাই ভয়ে কেউ বাধা দেয়নি।
    জানাগেছে, বৃহষ্পতিবার মধ্যরাতে কৃষি জমির উপরিভাগের মাটিলুট করে নিয়ে যায় কয়েকজন যুবক। টের পেয়েও কিছুই করতে পারেননি উক্ত জমির মালিক আব্দুল লতিফ। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। রাতের আঁধারে মাটিলুটের ব্যপারে তিনি স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করেও কোন প্রতিকার পাননি।
     আব্দুল লতিফ ও তার পরিবার জানায়, ওয়ার্ড মেম্বার জসিমের লোকজন রাতের আঁধারে  তার জমির কেটে নিয়ে যায়। এ ব্যপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বরাবরে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
    অভিযোগ অস্বীকার করে দাগনভুঞা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বলেন, একজন প্রতিবন্ধীর জমির মাটিলুট করা অন্যায়। একজন ইউপি সদস্য সেই অন্যায় করতে পারেনা।

    বাংলাদেশ সময়: ৮:০১ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ