 
    
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
 
                            
                                                        
                            নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম শাহানারা বেগম (৭০)। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহাচর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, শাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তিনি প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে পড়েন। এর আগেও একবার নিখোঁজ হওয়ার পর নিজে নিজেই ফিরে এসেছিলেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মেয়ের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আবারও নিখোঁজ হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পণ্ডিতপাড়া এলাকার একটি ধানক্ষেতে এক নারীর গুঙানির শব্দ শুনে স্থানীয় যুবক সিয়ামসহ কয়েকজন ছুটে যান। পরে তারা ধানক্ষেত থেকে শাহানারা বেগমকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ধানক্ষেত থেকে বৃদ্ধাকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে বৃদ্ধার ছেলে-মেয়ে হাসপাতালে গিয়ে তাকে শনাক্ত করেন।
বুধবার পুলিশ শাহানারা বেগমকে তার ছেলে-মেয়ের জিম্মায় বুঝিয়ে দেয়।
এ বিষয়ে পলাশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধা নারী কীভাবে ধানক্ষেতে পৌঁছালেন এবং অন্য কেউ এ ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
            Posted ৫:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
 
							 
							 
							এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।