শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে বেলাব থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (০২ নভেম্বর) সকালে বেলাব থানাধীন বারৈচা সাকিনস্থ বারৈচা বাসস্ট্যান্ডে কাজী বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদকদ্রব্য পরিবহন ও বিক্রয়ের জন্য ব্যবহৃত অবস্থায় মো. নাহিদ (৩৫), পিতা-মৃত আব্দুল আউয়াল, মাতা-মৃত ফুল বানু, সাং-চরিপাড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেট কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাহিদ এর বিরুদ্ধে পূর্বে ২টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন বেলাব থানা পুলিশের অফিসার ও চৌকস টিম।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নির্দেশনা দিয়েছেন, জেলার প্রতিটি থানা ও ইউনিট মাঠ পর্যায়ে তৎপর থেকে অবৈধ মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ অব্যাহত রাখবে।
জেলা পুলিশ মাদকবিরোধী এই অভিযানের পাশাপাশি সাধারণ জনগণকে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎপর অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।