শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান পাটোয়ারি।
অভিযানকালে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরে পাঁচদোনা মোড় এলাকায় যানজট নিরসনে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
টহলের সময় যত্রতত্র পার্কিং করা গাড়ি, ভাসমান দোকান ও হকারদের সরিয়ে যান চলাচলের রাস্তা সুগম করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দক্ষ টিম ও স্থানীয় জনগণ সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।