 
    
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
 
                            
                                                        
                            নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর নির্দেশনায় পরিচালিত এ অভিযান মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলার মাধবদী ও বেলাব থানা এলাকায় পরিচালিত হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে মাধবদী থানাধীন কুড়েরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সুখী ডাইং কারখানার সামনে রাস্তার উপর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাদশা মিয়া (পিতা—রুসমত আলী, সাং—কুড়েরপাড়, থানা—মাধবদী, জেলা—নরসিংদী) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই দিন সকালে বেলাব থানা পুলিশের একটি টিম সকাল ৬টা ৩০ মিনিটে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় কাজী বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এসময় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. হৃদয় মিয়া (২২), পিতা—শুকুর আলী, সাং—ভবানীপুর, পোঃ-মহাদেবপুর, থানা—শিবালয়, জেলা—মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উভয় ঘটনার বিষয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের গ্রেফতার ও মাদক নির্মূলে নরসিংদী জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 
            Posted ৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
 
							 
							 
							এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।