শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের ৯ম ব্যাচ।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে এই ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। উদ্বোধনী সেশনে তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সদস্যকে জনগণের আস্থা অর্জনের মতো আচরণ ও দায়িত্ববোধ প্রদর্শন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই ব্যাচে জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কোর্সে নেতৃত্বগুণ, মাঠ পর্যায়ের সমন্বয়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক কৌশল শেখানো হচ্ছে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।