শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে চলমান প্রশিক্ষণ কার্যক্রম তদারকি ও সেশন পরিচালনা করেছেন অ্যাডিশনাল ডিআইজি (টেলিকম) মহিউল ইসলাম, বিপিএম, জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ টেলিকম, ঢাকা।
রবিবার (২ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সেশনে তিনি প্রধান প্রশিক্ষক হিসেবে অংশ নেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠ পর্যায়ে প্রতিটি সদস্যের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
এ সময় নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও সংকট মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।