শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (২ নভেম্বর ২০২৫) নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ২০ জন রোগীই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৮ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে জেলায় এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩৪ জন, জেলা সদর হাসপাতালে ১২ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বেলাব, পলাশ, শিবপুর, রায়পুরা এবং প্রাইভেট হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ৯৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, জেলায় এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
Posted ৫:১০ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।