রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা ২১ জানুয়ারি

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা ২১ জানুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও বিশেষ মতবিনিময় সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

​আজ সোমবার (১২ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নরসিংদী-১ (১৯৯), নরসিংদী-২ (২০০), নরসিংদী-৩ (২০১), নরসিংদী-৪ (২০২) এবং নরসিংদী-৫ (২০৩) আসনের সকল বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে সেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনের আচরণবিধি ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন রিটার্নিং অফিসার।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে প্রতিটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধিসহ সর্বোচ্চ ২ জন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং রিটার্নিং অফিসার ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ প্রদানের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরুর সুযোগ পাবেন।

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins