
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের এক ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সোহেলের স্বজন ও স্থানীয়রা জানান, সোহেল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগৎপুর গ্রামের চ্যদু মিয়ার ছেলে। পেশায় তিনি বিভাটেক চালক (ব্যাটারিচালিত রিকশা) ছিলেন। গত ৬ মার্চ রাতে একটি বিভাটেক ভুরবুরিয়া গ্রামের কালভার্ডের পাশে পরে ছিল। বুধবার ওই কালভার্ডের পাশ থেকে সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নিশ্চিত হওয়া যায় রিকশাটি সোহেলের।
আজ (বুধবার) বেলা ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সোহেলের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।