
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নোয়াব মিয়া মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামে অবস্থিত রেলক্রসিং-এর কিছু অদূরে রেল লাইনে বসে মোবাইলে কথা বলছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর নামক একটি ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান যে ট্রেনটি আসার সময় ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।