
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক যুবক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ির পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছেন।
জানা গেছে, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
রাসেলের স্ত্রী রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।
সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।
রোজিনা আক্তার বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।