
এনামুল হক, কিশোরগঞ্জ সদর প্রতিনিধি | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
ছাত্রলীগ ঘোষিত কাগজে কর্মসূচির প্রতিবাদ ও ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
৯ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট ও প্রচারপত্র বিলি, ৬ তারিখে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ তারিখে বিক্ষোভ সমাবেশ, ১৬ তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, ১৮ তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দিয়েছে তারা।
Posted ৮:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।