• শিরোনাম

    ডিমলায় ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন

    বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বুধবার, ২২ মার্চ ২০২৩

    ডিমলায় ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন

    apps

    উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নীলফামারীর ডিমলায় ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসুচির আওতায় ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

    “বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ এর অর্থায়নে উপজেলা সামাজ কল্যান পরিষদ কতৃক বরাদ্দকৃত ভিক্ষুকদের মাঝে উপকরণ হিসেবে উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ১২ জন ভিক্ষুককে দেওয়া হয়৷ উপকরণের মধ্যে ৯ জনকে বকনা গরু, ২ জনকে দোকান ও ১ জনকে একটি ব্যটারী চালিত ভ্যানগাড়ী দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২১-মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্তরে সুবিধাভোগীদের হাতে গরু তুলে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন৷

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খন্দকার এনামুল কবীর, ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১২:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ