• শিরোনাম

    হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় ০৩জন আসামী গ্রেফতারসহ একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ০৪ টি ব্যাটারী উদ্ধার মামলা রুজু

    শাহ জালাল আহাম্মদ সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

    হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় ০৩জন আসামী গ্রেফতারসহ একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ০৪ টি ব্যাটারী উদ্ধার মামলা রুজু

    apps

    হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি এসপির নির্দেশনায় অফিসার ইনচার্জ, অজয় চন্দ্র দেব সাহেবের সার্বিক তত্ত্বাবধানে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ীতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আঃ রহিম, এটিএসআই/আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ গত ০৫/১১/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হইতে রাত ১০.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় হবিগঞ্জ সদর মডেল থানাধীন খোয়াইমুখ সাকিনস্থ সামছুন নাহার মহিলা মাদ্রাসার সামনে রাস্তার উপর বাদী মোঃ রহমত আলী(৩০), পিতা-মৃত ফজর আলী, সাং-উমেদনগর, বর্তমানে সাং-খোয়াইমুখ (জনৈক তাইজুল মিয়ার বাসার ভাড়াটিয়া) থানা-হবিগঞ্জ এর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ০৪ টি ব্যাটারী চুরি হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানা এলাকা হতে এজাহারনামীয় আসামী ১। সিরাজুল ইসলাম (২৬), পিতা-মৃত আফছর আলী,গ্রাম-সাগর দিঘীর দক্ষিণ পাড়, উথানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- দানিয়ালপুর (জুয়েল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , থানা- হবিগঞ্জ সদর, জেলা -হবিগঞ্জ, ২. মোঃ রমজান আলী (২২), পিতা-অরুন আলী ,গ্রাম-কেউন্দা, থানা- চুনারুঘাট, জেলা -হবিগঞ্জ, ৩। মোঃ আব্দুল বাছির (৩৫), পিতা-মোঃ রজব আলী ,গ্রাম-মধ্য নরপতি, থানা- চুনারুঘাট,জেলা–হবিগঞ্জগণদের হেফাজত হইতে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ০৪ টি ব্যাটারী উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০৬/১১/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

    বাংলাদেশ সময়: ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ