• শিরোনাম

    স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

    এনামুল হক,শেরপুর জেলা প্রতিনিধিঃ রবিবার, ২৬ জুন ২০২২

    স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

    apps

    “পদ্মা সেতুর উদ্বোধন,দেশবাসীর স্বপ্নপূরণ” ও “আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (ইনডোর) মিলনায়তনে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।

    Open photo ২৫ জুন শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এসময় শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শ্বেত কবুতর অবমুক্ত ও ফেস্টুন-বেলুন উড়িয়ে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মো. হুমায়ুন কবীর রুমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশদে আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ