• শিরোনাম

    ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে তজুমদ্দিনবাসী

    অনলাইন ডেস্ক সোমবার, ২২ এপ্রিল ২০২৪

    apps
    ভোগান্তিতে ভুগছে ভোলার তজুমদ্দিন এর মানুষ, তারমিলন থাকা সত্ত্বেও বিচ্ছেন না টার্মিনালে লঞ্চ। সাধারণ মানুষের কষ্ট দেখে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর প্রচেষ্টায় প্রায় ২ বছর পর বেতুয়া টু ঢাকা রুটের লঞ্চ সার্ভিস  শুরু করতে যাচ্ছে।  আগামী ২২ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিঃ তজুমদ্দিনের চৌমুহনী টার্মিনালে ঘাট দিবে। 
    এই খবর শুনে যাত্রীরা বলেন আমরা অনেক ভোগান্তিতে ভুগতে  হতো। আমরা ঢাকা যেতে হলে হয়তোবা ভোলা যেতে হতো। আরনা হয় দৌলতখান দিয়ে যেতে হতো।অথবা মুন্সিদার লঞ্চঘাট যেতে হতো। এখন আমাদের কাচা কাছি চৌমনি টার্মিনালে গার্ড করাতে আমাদের হয়রানি কমবে। ঘাট সুপারভাইজার মঞ্জু মহাজন বলেন যাত্রীরা ঢাকা যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
    যোগাযোগ:-
    মঞ্জু মহাজন /ঘাট সুপারভাইজার
    +8801735070370।

    বাংলাদেশ সময়: ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ