• শিরোনাম

    নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

    খন্দকার আমির হোসেন মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

    নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

    apps

    নরসিংদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলকারী বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

    জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

    নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আব্দুল বাকির পেয়েছে আনারস, মোঃ আনোয়ার হোসেন পেয়েছে কাপ পিরিচ, মোঃ জলিল হোসেন পেয়েছেন দোয়াত কলম ও হালিমা হাবিজ পেয়েছে মোটর সাইকেল।

    ভাইস চেয়ারম্যান পদে ওসমান গনি পেয়েছেন তালা, কফিল উদ্দীন ভূঞা পেয়েছে টিয়া পাখি ,মোঃ ওয়ালিউর রহমান পেয়েছে মাইক ,মোঃ মোশারফ হোসেন পেয়েছে চশমা, মোঃ শরিফ মিয়া পেয়েছে টিউবওয়েল এবং রেহানুল ইসলাম ভূইয়া পেয়েছে উড়োজাহাজ।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনজুমান বেগম পেয়েছে কলস, মোসাঃ সাহিদা বেগম পেয়েছে হাঁস এবং সোহানা আক্তার পেয়েছে ফুটবল।

    পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় পার্টির কাজী নজরুল ইসলাম সারোয়ার মোল্লা পেয়েছে লাঙ্গল , স্বতন্ত্র মোঃ শরীফুল হক পেয়েছে দোয়াত কলম এবং সৈয়দ জাবেদ হোসেন পেয়েছে কাপ পিরিচ।

    ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবদুল কাইয়ুম পেয়েছে উড়োজাহাজ, মোঃ কারী উল্লাহ সরকার পেয়েছে বই এবং সাইফুল ইসলাম গাজী পেয়েছে চশমা।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা পেয়েছে হাঁস এবং সেলিনা আক্তার পেয়েছে কলস প্রতীক বরাদ্দ করা হয়েছে।

    উল্লেখ্য, ৮ মে নরসিংদী ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ দুই উপজেলার ২১ জন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    বাংলাদেশ সময়: ৯:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ