• শিরোনাম

    সোনারগাঁওয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

    এস,এম মনির হোসেন সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

    সোনারগাঁওয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

    apps

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং সোমবার সকালে সোনারগাঁও উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জাতীয় কর্মসূচির বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

    সিদ্ধান্তে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণে গুরুত্ব দেয়া, ২১শে ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা প্রদান, উপজেলা স্বাস্থ্যবিভাগ,আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন করা।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো.মহসিন।

    আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন, সাদীপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরা।

    বাংলাদেশ সময়: ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ