• শিরোনাম

    সিরাজগঞ্জ সদর উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত।

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

    সিরাজগঞ্জ সদর উপজেলায় তথ্য অধিকার আইন  ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত।

    apps

    “তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন” এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তথ্য কমিশন, পরিচালক (গ.প্র.প্র.) ড. মোঃ আঃ হাকিম।

    তিনি তার বক্তব্যে বলেন, জনগণ তথ্য চাইলে তথ্য দিতে বাধ্য থাকিবে দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা। এজন্য নিদিষ্ট ফরমে আবেদন করিতে হইবে। তবে আদালত অবমাননা কর বা নিষেধ আছে এমন তথ্য দেয়া যাবে না।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রকিবুল হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র পুলিশ পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।
    এসময়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,
    সদর উপজেলা প্রকল্পকর্মকর্তা মোঃ সাইদুল হক সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আমাত-উল- ইলা খান

    সদর উপজেলা বিআরডিবি পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া সহ বিভিন্ন কর্মকর্তা এবং সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মাস্টার, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ সহ ইউপি বহুলী সচিব মোঃ আসলাম উদ্দিন, খোকশাবাড়ী ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম, মেছড়া ইউনিয়ন পরিষদের সচিব এস,এম মনিরুল ইসলাম মনির সহ অন্যান্যরা ইউপি সচিব, ইউপি সদস্য গণ উপস্থিত উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল ১০ টায় আরেকটি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ সময়: ৭:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ