• শিরোনাম

    সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে- বঙ্গমাতার ৯২’ তম জন্মবার্ষিকী পালিত

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ সোমবার, ০৮ আগস্ট ২০২২

    সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে- বঙ্গমাতার ৯২’ তম জন্মবার্ষিকী পালিত

    apps

    সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।No description available.

    শনিবার (৭ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ শহরের পৌরভাসানী মিলনায়তনে – উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন – বঙ্গবন্ধু’র সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল শুধু সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নীরব রাজনৈতিক সহযোদ্ধা। দীর্ঘ বছরপর বছর বঙ্গবন্ধু’র পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন তাতে তিনি একজন বিদুষী ও প্রজ্ঞাবান নারীতে রূপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি ছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার নিকটে ছুটে আসতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তি নিয়ে একটি কুচক্রীমহল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাঙালির মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল।মহান মুক্তিযুদ্ধকালে তিনি ভেঙে না পড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দৃঢ়তার সঙ্গে। যুদ্ধ পরবর্তীকালে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন, গরিব-এতিম-অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে সৌন্দর্যমন্ডিত ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে গড়ে তুলছেন। সেখানে মুসলিম নারীদের জন্য পৃথকভাবে নামাজ আদায় করার ব্যবস্থা করেছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন ভাবে কাজ করছে এ সরকার । নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস,এস রকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, পৌরসভার কাউন্সিলর রোমানা রেশমা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মওলানা মোঃ মহিউদ্দিন আহমেদ এবং দোয়া মাহফিল পরিচালনা করেন, মওলানা মোঃ মকলেছ উদ্দিন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারীরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ