• শিরোনাম

    সরিষাবাড়ীর ঝিনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

     আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর ঃ শনিবার, ০৯ অক্টোবর ২০২১

    সরিষাবাড়ীর ঝিনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সরিষাবাড়ীর ঝিনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    apps

    সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীতে দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করেন কর্তৃপক্ষ। কামরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূর মোহাম্মদদের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান এলিন প্রমুখ। অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা থেকে আগত সোনার তরী বাইচ নৌকা প্রথম স্থান অধিকার করেন। প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। এছাড়া ২য় ও ৩য় ও ৪র্থ স্থান অধিকারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ