• শিরোনাম

    ষড়যন্ত্রকারী টেন্ডারবাজ ও তদবির বাজদের কে কঠোর হুসিয়ারী ফরিদপুর জেলা আঃলীগের সভাপতির

     মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি। বুধবার, ১৮ মে ২০২২

    ষড়যন্ত্রকারী টেন্ডারবাজ ও তদবির বাজদের কে কঠোর হুসিয়ারী ফরিদপুর জেলা আঃলীগের সভাপতির

    apps

    ফরিদপুরে নব-নির্বাচিত জেলা আওয়ালীগের সভাপতি শামীম হক টেন্ডারবাজ ও তদবীরবাজদের কে কঠোর হুসিয়ারী বার্তা প্রেরন করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা দেশ রত্ন শেখ হাসিনা, এই ফরিদপুর কে শুদ্ধি অভিযানের মাধ্যমে ফরিদপুর কে অপরাধ মুক্ত করেছেন, তারি ধারা বাহিকতা ধরে এই ফরিদপুরে আর কোন অপরাধ যেন মাথা চারা দিয়ে না তুলতে পারে সেই লক্ষে কাজ করে যাবো।ফরিদপুরে জেলা আঃলীগের উদ্দোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া, মাহফিল অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আরো বলেন,বিগত দিনে এই ফরিদপুরে নানান ধরনের ষড়যন্ত্র একটি গোষ্ঠী লিপ্ত থাকতো তার কারনে আঃলীগের অনেক ত্যাগী নেতৃবৃন্দ হাইব্রিড নেতৃবৃন্দের কাছে অসহায় অবস্থায় ছিলেন,তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পেত না,শুধু তাই নয় পদ-পদবির বলে পেশির জোরে বিভিন্ন অপকর্ম দিনের-পর-দিন করে আসছে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায়নি,আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়েছি। এবংজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই মূল্যায়ন করেছেন, তার সেই বিশ্বাসের মূল্য আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরতে চাই, এই ফরিদপুরে আর কোন টেন্ডারবাজ, তদবিরবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকারবারিদের,গড়ে উঠতে দেব না।তার জন্য যদি আমার নিজের পদ-পদবী চলেও যায় মানুষের চোখে আমাকে খারাপও হতে হয় তবুও আমি সেটা হতে রাজি আছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজের কথা না ভেবে দেশ ও জনগনের মুখে হাসি ফুটানোর জন্য সকল বাধাঁ অতিক্রম করে যে ভাবে কাজ করে চলছেন। যদি সামনের নির্বাচনে আমরা তাকে নির্বাচিত না করতে পারি তাহলে দেশ ও দেশের মানুষ অন্ধকারের কালো ছায়ায় ডাকা পরে যাবে। তারি লক্ষ হিসাবে আমি সহ সকল নেত্রীবিন্দ এক হয়ে হাতে রেখে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই ফরিদপুরে কাজ করে যাবো,এবং এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তুলবো এই আশা ব্যাক্ত করি।

    বাংলাদেশ সময়: ২:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ