বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শব্দদূষণ রোধে ক্যাম্পেইন

নবকণ্ঠ ডেস্ক   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

শব্দদূষণ রোধে ক্যাম্পেইন

শব্দদূষণ রোধে রাজশাহীর ব্যস্ততম সিএন্ডবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ’পলিমাটি’ এর আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের সিএন্ডবি মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। এছাড়া পথচারী ও যানবাহন চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।দায়িত্বরত ট্রাফিক সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান , উপসহকারী প্রকৌশলী ( অ:দা:) মো: আলেফ আলী, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহামেদ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, সদস্য সাইফ, মাহিম, শ্রদ্ধা, রাফা, মৃত্তিকা, ছোঁয়া, ববিতা, তৃণা, মিথিলা, নুসরাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins